বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে সচেতনতা মিছিল

স্পষ্ট বার্তা, আসানসোল ৩১মেঃ-

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এই দিনকে সামনে রেখে বিশ্বজুড়ে তামাকমুক্ত দিবস পালন করা হচ্ছে। কুলটি বিধানসভার নিয়ামতপুর গায়ত্রী পরিবারের পক্ষ থেকেও তামাকমুক্ত দিবস পালন করা হলো মঙ্গলবার।

তামাক সেবন স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকারক ঠিক ততটায় পরিবারের জন্য বেদনাদায়ক। তাই এই দিনটি বিশ্বজুড়ে সমস্ত রকমের তামাক সেবনের জন্য বিরত থাকার উদ্দেশ্যে পালন করা হয়। বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে বহু অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যার ফলে আজকের দিনটি বিশ্ব তামাকমুক্ত দিবস হিসাবে পালন করা হয়। তাই যাতে যেসব মানুষ তামাক গ্রহণ করে তারা যাতে না সেবন করে তারই উদ্দেশ্যে আজ নিয়ামতপুর গায়ত্রী পরিবারের পক্ষ থেকেও মানুষজনেদের তামাকমুক্ত সচেতনতা একটি মিছিল বরে করে।

গায়ত্রী পরিবারের সদস্যা রেখা বার্নওয়াল বলেন, নেশা সমাজের প্রতি খুবই খারাপ। নেশাগ্রস্থ মানুষ সমাজের পাশাপাশি তাদের পরিবারকেও ধংশের মুখে নিয়ে যায়। আমারা চেষ্টা করছি যাতে কেউ নেশা না করে। তাই আমরা নেশা সচেতনতা রেলীর মাধ্যমে এলাকার মানুষ জনেদের সচেতন করছি।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *