খনি বেসরকারিকরণ রুখতে নকশাল পন্থী শ্রমিক সংগঠনের বৈঠক

স্পষ্ট বার্তা, দুর্গাপুর ৮জানুয়ারি :-

কয়লা শিল্প বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হয়েছে নকশাল পন্থী শ্রমিক সংগঠন কোল মাইন্স ওয়ার্কার ইউনিয়ন । আন্দোলনের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার আসানসোলের এসবি গড়াই রোডে একটি সভা কক্ষে সংগঠনের মিটিং হয় । মিটিং এ উপস্থিত ছিলেন সংগঠনের নেতা উপেন্দ্র সিং, কৃষ্ণা সিং, শুভেন্দু সেন, সোমনাথ চ্যাটার্জী, সুরেন্দ্র কুমার সহ অন্যরা । মিটিং শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এদিনের মিটিংয়ে বীরভূম, পশ্চিম বর্ধমান ও পড়শি রাজ্য ঝাড়খণ্ডের শ্রমিক নেতা ও কর্মীরা বৈঠকে যোগ দিয়েছিলেন । পাশাপাশি তারা জানান কেন্দ্রের বিজেপি সরকার কয়লা শিল্পকে দেশি, বিদেশি পুঁজিপতি মালিকদের হাতে তুলে দিতে উদ্যোগী হয়েছে । এই সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকরা মালিকদের দাস-এ পরিণত হবে । এর প্রত্যক্ষ প্রভাবে রুগ্ন হবে খনি ও খনি সংলগ্ন এলাকার অর্থনীতি । তাই কয়লা শিল্প বেসরকারিকরন রুখতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *