এবার পুর্নবাসন দূর্নীতির অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে

স্পষ্ট বার্তা পান্ডবেশ্বর ১৮ নভেম্বর :-

সারা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক দূর্নীতি সামনে আসছে যেমন শিক্ষা দুর্নীতি ,খাদ্য দুর্নীতি, আবাস যোজন দূর্নীতি এবার আরও এক পুনর্বাসনের দুর্নীতির অভিযোগ সামনে এল পাণ্ডবেশ্বর বিধানসভার হবিপুর গ্রাম পঞ্চায়েতের ভাটমৌড়া গ্রামে।

শিক্ষা দূর্নীতিতে খাদ্য দূর্নীতিতে বেশ কয়েক জন নেতা মন্ত্রীকে গ্রেফতার করে
তদন্ত করছে সিবিআই ইডি।
এবার পুনর্বাসনের দুর্নীতিতে কি সিবিআই ইডি হহস্তক্ষেপ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ।

অভিযোগ বহিরাগতদের গ্রামবাসী সাজিয়ে পাণ্ডবেশ্বরে পুনর্বাসনের গোল্ডেন অফারের টাকা পাওয়ে দিচ্ছে কাটমানির মাধ্যমে। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েতের ভাটমৌড়া গ্রামে শাসক দলের বিরুদ্ধে পুনর্বাসন দুর্নীতির অভিযোগ তুলছে এলাকার মানুষ জনেরা। এই দূর্নীতির সাথে শাসক দলের সাথে ইসিএলের কর্তৃপক্ষরাও যুক্ত রয়েছে বলেও দাবি গ্রামবাসীর একাংশের।

জানা গিয়েছে ECL এর পক্ষ থেকে পুনর্বাসনের জন্য ভাটমৌড়া গ্রামে গ্রাম কমিটি গঠন করা হয়। যারা এই কমিটিতে রয়েছে তারা সকলেই শাসক দলের লোক। তারা নিজেদের আত্মীয় স্বজনদের ভোটার তালিকায় নাম তুলি দিয়েছে। নতুন করে যে ভোটার কার্ডের জন্য আবেদন করা হয়েছিল। তার লিস্ট বেরিয়ে আসতেই দেখা গেলো । তাতে ভুয়ো ১৫০ জনের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়েছে এমনটাই অভিযোগ গ্রামবাসীর একাংশের।

এই বিষয়ে ভাটমৌড়া গ্রামের যে গ্রাম কমিটি করা হয়েছে সেই গ্রাম কমিটির সভাপতির বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার সাথে ফোনে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

এই প্রসঙ্গে পান্ডবেস্বর বিজেপির মন্ডল ২ এর সভাপতি বেনুধর মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, যে ১৫০ জনের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে এমনকি ভোটার তালিকাও চলেও এসেছে। তাতে দেখা যাচ্ছে যে ১৫০ জনের নাম ভোটার তালিকায় এসেছে তারা ভাটমৌড়া গ্রামের বাসিন্দায় নই। এই ১৫০ জন হলো ভাটমৌড়া গ্রামে যে গ্রাম কমিটির সদস্য আছে সব তাদের আত্মীয়-স্বজন এমনটাই জানান বেণুধর মন্ডল । ঐ ১৫০ জনের নাম ভোটার তালিকায় এসেছে তারা যদি এই ভাটমৌড়া গ্রামের বাসিন্দা হয় তাহলে তাদের অবিভাবকের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডই কোথায়। তিনি আরও জানান, পুনর্বাসনের জন্য ভাটমৌড়া গ্রামে যে গ্রাম কমিটি গঠন করা হয়েছে সেই গ্রাম কমিটির সদস্যরা শাসকদলের ছত্রছায়ায় আছে এবং শাসক দলের নেতাদের কথা মতো এই ভোটার তালিকা করা হয়েছে ।

এই প্রসঙ্গে শাসক দল ও ECL কতৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তাহলে প্রশ্ন উঠছে ওই ১৫০ জনের নাম ভোটার লিস্টে নাম নথিভুক্ত হলো কিভাবে।

তাহলে কি এর সাথে গ্রাম কমিটি, শাসক দল ও এসিএল কর্তৃপক্ষ এত বড় দুর্নীতির সাথে যুক্ত রয়েছে।
না এর পেছনে রয়েছে অন্য কোনো বড় চক্র রয়েছে।
এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে ভাটমৌড়া গ্রামের বাসিন্দাদের মনে ।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *