আসানসোল পুরনিগমের ৬ নং ওয়ার্ডে ভোট শান্তিপূর্ণ হলেও ভোট লুঠের অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে আসানসোলের মহুকুমা শাসকের দফতরে বিক্ষোভ বিজেপির 

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২১ আগষ্টঃ

রবিবার সকাল থেকেই এলাকার ১৪ টি বুথে ৮০ জন ভোট কর্মীর সহায়তায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়।তবে এদিন সকালের প্রথম কয়েক ঘন্টায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও বেলা বাড়ার সাথে সাথে বিরোধীদের শাসক  দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তীব্র হতে শুরু করে।বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় ৬নং ওয়ার্ডের ৮২ নং বুথ থেকে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।এছাড়াও জামুড়িয়ার বেশ কয়েকটি বুথে সকাল থেকেই অবাধে ভোট লুঠ করছে রাজ্যের শাসক দল।বেশ কিছু জায়গায় বুথ জ্যাম করা হয়েছে।এর পরেই সকাল ১১ টা নাগাদ পুনর্নির্বাচনের দাবিতে জেকে নগর অঞ্চলে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই ও বিজেপির জেলা সভাপতি দিলীপ দে’র নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা ২ নং জাতীয় সড়ক অবরোধ করতে যায় ৷ সেই সময় এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা।ঘটনাস্থলে দ্রুত বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিজেপির জেলা সভাপতি দিলীপ দে, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই ও বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি দাবি করেন,সকাল থেকেই তৃণমূল বহিরাগতদের এনে ভোট লুঠ করছে।ভোট লুঠের জন্যে তৃণমূল বীরভূম পাণ্ডবেশ্বর ও বারাবনি থেকে দুষ্কৃতীদের হাজির করেছে ৷ সকাল থেকে ৮২ নং ১০৩,১০৪ নং বুথ সহ বিভিন্ন বুথে বিজেপির পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি।পুলিশ প্রশাসন ভোট লুঠ প্রতিহত না করে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।এরপরেই বিজেপি কর্মী সমর্থকেরা এদিন আসানসোলে মহকুমা শাসকের দফতরে এসে উপস্থিত হয়ে দুপুর ২ টো থেকে অবস্থান বিক্ষোভ শুরু করে ৷অন্যদিকে বেনালির বনমালিপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ জ্যাম করার অভিযোগ তোলে সিপিআই(এম)প্রার্থী শুভাশীষ মণ্ডল৷পরে ওই বুথ পরিদর্শনে আসেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়।তিনি সংবাদ মাধ্যমকে বলেন ভোট অবাধ ও শান্তিপূর্ণ ভাবে হচ্ছে।ভোট গ্রহণকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ উৎসবের মেজাজে রয়েছে।বহিরাগত হিসাবে এখানে কেউ নেই। জামুড়িয়ার ৬ নং ওয়ার্ডের সব স্থানীয়রাই উপস্থিত আছেন।প্রার্থী বিধান উপাধ্যায় বলেন,পরাজয়ের গন্ধ পেলেই বিরোধীরা সবসময় এই ধরণের আওয়াজ তুলে বাজার গরম করতে চায়।

উল্লেখ্য ৬ নং ওয়ার্ডের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারটি রাজনৈতিক দলের প্রার্থী।যেখানে তৃণমূলের পক্ষ থেকে বিধান উপাধ্যায় যেমন রয়েছেন, তেমনই বিজেপির পক্ষ থেকে শ্রীদীপ চক্রবর্তী , সিপিআই(এম) এর পক্ষ থেকে শুভাশীষ মণ্ডল ও কংগ্রেসের পক্ষ থেকে সোমনাথ চ্যাটার্জি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংবিধানিক সঙ্কট কাটাতে আসানসোল পুরনিগমের মনোনীত মেয়র বিধান উপাধ্যায়কে পুরনিগমের নির্বাচিত প্রতিনিধি করতে রবিবার ৬নং ওয়ার্ড তথা জামুড়িয়ার বেনালি অঞ্চলে উপনির্বাচনের দিন ধার্য হয় ৷ ৬নং ওয়ার্ডে জামুড়িয়ার মোট ১৪টি বুথে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়।যার মধ্যে মণ্ডলপুরে রয়েছে ৪ টি, আখলপুরে ২,বনমালীপুরে ৫ টি, জাদুডাঙায় ১টি ও বেড়ালায় ২ টি বুথ।মোট ভোট কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন ৮০ জন।

অন্যদিকে ভোট গ্রহণ পর্বে যাতে কোনো প্রকার অশান্তি ছড়িয়ে পড়তে না পারে তার জন্যে এডিপিসির পক্ষ থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৫ টা পর্যন্ত প্রায় ৮২.২৪% ভোট প্রদান হয়েছে বলে জানা গেছে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *