কালীপূজা উপলক্ষে জামুড়িয়া থানায় তিন দিন ধরে চলে আসা বিচিত্র অনুষ্ঠান সম্পন্ন হল বিশিষ্ট লোকগীতি শিল্পী অর্পিতা চক্রবর্তীর গানের মাধ্যমে

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৯ অক্টোবরঃ-

জামুড়িয়া থানা আর.জি পার্টি কালীপূজা কমিটি ও জামুড়িয়া থানার  উদ্যোগ কালীপূজা উপলক্ষে যে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা বুধবার সম্পন্ন হল। এই দিন বিশিষ্ট লোকগীতি শিল্পী অর্পিতা চক্রবর্তীর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি জামুড়িয়া এলাকার যেসব দুর্গাপুজা কমিটি, ,মহরম কমিটি গুলির মধ্যে  যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে সেই কমিটি গুলিকে সম্বর্ধনা দেওয়া হয় এই মঞ্চ থেকে। এছাড়াও এই মঞ্চ থেকে এলাকার ৫০০ র বেশি দুস্থদের মহিলাদের হাতে শাড়ি ও এলাকার বেশ কিছু যুবকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।

যেসব দুর্গাপুজা কমিটি ও মহরম কমিটি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম দেওয়া হল

 জামুড়িয়া থানা এলাকার

প্রথম জামুড়িয়া থানা মোড় সর্বজনীন দুর্গাপুজা কমিটি

দ্বিতীয় শ্রী দূর্গা সেবা কমিটি জামুড়িয়া হাটতলা

তৃতীয় শিরীষডাঙ্গা ষোলআনা দুর্গাপুজা কমিটি

চুরুলিয়া ফাঁড়ি এলাকার

প্রথম চুরুলিয়া সর্বজনীন দুর্গাপুজা কমিটি

দ্বিতীয় বীরকুল্টি সর্বজনীন দুর্গাপুজা কমিটি

তৃতীয় জয় নগর সর্বজনীন দুর্গাপুজা কমিটি

কেন্দা ফাঁড়ি এলাকার

প্রথম পড়াশিয়া জনকল্যাণ সর্বজনীন দুর্গাপুজা কমিটি

দ্বিতীয় লোয়ার কেন্দা কোলিয়ারি সর্বজনীন দুর্গাপুজা কমিটি

তৃতীয় বিজয় নগর সর্বজনীন দুর্গাপুজা কমিটি

শ্রীপুর ফাঁড়ি এলাকার

প্রথম শিবডাঙ্গা ওয়ার্কাস, স্টাফ এন্ড অফিসার দুর্গাপুজা কমিটি

দ্বিতীয় নিউসাত গ্রাম সর্বজনীন দুর্গাপুজা কমিটি

তৃতীয় সেন্ট্রাল সাতগ্রাম মহিলা দুর্গাপুজা কমিটি

মহরম কমিটি

প্রথম ব্যাঙ্কপাড়া মহরম কমিটি

দ্বিতীয় জামুড়িয়া গ্রাম ইয়ং স্টার মুসলিম কমিটি

তৃতীয় ইয়ং মুসলিম এ্যাসোসিয়েশন কমিটি জামুড়িয়া থানা মোড়

এদিনের অনুষ্ঠানে অর্পিতা চক্রবর্তীর গান শোনার জন্য দর্শকের তিল ধরার জায়গা ছিল না। এদিনের অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, এম আই সি সুব্রত অধিকারী,  এসিপি সেন্ট্রাল(২) শ্রী শ্রীমন্ত ব্যানার্জী, সিআই সুশান্ত চ্যাটার্জী, থানা আধিকারিক রাজশেখর মুখার্জী, মিন্টু দত্ত, সুদীপ ভট্টাচার্য, শীর্ষেন্দু দাস  সহ আরো অনেকেই।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *