নকল কীটনাশক প্যাকেট সহ গ্রেফতার এক

স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ১৫ফেব্রুয়ারিঃ-

বুধবার রানীগঞ্জের রনাই বাংলা স্কুল পাড়া রোড এলাকা থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ ও রানিগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ২৩০০ প্যাকেট  নকল কীটনাশক উদ্ধার হওয়া কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।পাশাপাশি মোহাম্মদ মিরাজ নামে এক ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করে বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, মহারাষ্ট্রর অভিনন্দন ইস্ট এলাকায় অবস্থিত বায়ার হাউস নামের এক কীটনাশক তৈরির কোম্পানি,যারা আগাছা মারার কীটনাশক তৈরি করেন।সেই কীটনাশকের নকল করে তা বাজারজাত করা হচ্ছিল।এই খবর পাওয়ার পরপরই তারা পুলিশ প্রশাসনকে খবর দিলে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই বিষয় নিয়ে খোঁজ তল্লাশি শুরু করে।রানীগঞ্জের রনাইয়ের বাংলা স্কুল পাড়া রোড অঞ্চলে বসবাসকারী মোহাম্মদ মিরাজ নামের এক ব্যক্তির বাড়িতে বুধবার দুপুরে অতর্কিত অভিযান চালিয়ে এই নকল ভাবে তৈরি করা কীটনাশকের প্রায় ২৩০০ টি প্যাকেট উদ্ধার করে।জানা গেছে প্রতিটি প্যাকেটের বাজার মূল্য প্রায় ১ হাজার টাকা করে রয়েছে।বুধবার এই সকল নকল কীটনাশকের প্যাকেটসহ মোহাম্মদ মিরাজকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত মোহাম্মদ মিরাজের পরিবারের সদস্যদরা জানান, তারা এই কীটনাশক যে নকল ভাবে তৈরি হচ্ছিল তা তারা জানতেন না,তাদের শুধুমাত্র প্যাকিং করার কাজ দেওয়া হয়েছিল তাই তারা করে যাচ্ছিলেন।যদিও পুলিশ এ সমস্ত কিছু মানতে নারাজ তারা সমস্ত নকল কীটনাশকের প্যাকেট বাজেয়াপ্ত করার সাথে আরও বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করছেন বলে জানা গেছে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *