বিডিও এর দুর্ব্যাবহারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির সদস্যরা

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১২ আগষ্টঃ-

জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দুর্ব্যাবহারের অভিযোগ তুলে শুক্রবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির সদস্যরা। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির সদস্যদের পক্ষ থেকে বিডিও এর কুশ পুত্তলি  সাথে নিয়ে একটি রেলি করে বাহাদুরপুর মোড়ে রাস্তার উপর অবস্থান বিক্ষোভ করে।পরে পুলিশের কথামতো অবস্থান বিক্ষোভ উঠে গিয়ে বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভ করা হয়।

প্রসঙ্গত চলতি মাসের গত ৮ তারিখে  সংগঠনের পক্ষ থেকে  দশ দফা দাবি দাওয়াকে সামনে রেখে  জামুড়িয়ার বিডিও এর কাছে ডেপুটেশন কর্মসুচী ছিলো। এই কর্মসুচীর দিনেই জামুড়িয়ার বিডিও বাউরি সমাজের প্রতিনিধিদের সাথে তুই তুকারি করে অসম্মানিত করেছিলেন পাশাপাশি তাদের কথা না শুনে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ার অভিযোগ তুলে বাউরি সমাজ শিক্ষা সমিতির সদস্য আকাশ বাউরী। এই ঘটনার পর রাজ্য সভাপতি সুমন্ত বাউরি নিজের ফেসবুক পেজে নিজের লেখাসহ একটি ভিডিও পোষ্ট করেন এবং ১২ তারিখ শুক্রবার তাদের প্রতিনিধিদের অসম্মানের প্রতিবাদে হুংকার সমাবেশের ডাক দেন। সেইমতো আজ তারা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালিন জামুড়িয়ার উচ্চপর্দস্থ পুলিশ কর্মী ও বিডিও সাহেব পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলেন।

বিডিও সাহেবের সাথে পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির প্রতিনিধিরা কথা বলে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের জানাই গত ৮ তারিখে  যে দুর্ব্যাবহার বিডিও তাদের সাথে  করেছিলেন তার জন্য বিডিও ক্ষমাপ্রার্থী। তারা জানান বিডিও  তাদের সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তারা  জানান, আজকে বিডিও-এর সাথে কথা বলে তারা খুবই খুশি।

এই বিষয়ে জমুড়িয়া বিডিও জিষ্ণু দে জানান, দুই পক্ষের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তা আজ আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গিয়েছে।

 

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *