প্রশাসনিক বৈঠক থেকে ৩১৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্পষ্ট বার্তা, দুর্গাপুর ২৯জুনঃ-

বুধবার দুপুরে দূর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরের জন্য ৩১৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণায় বিদ্যাধরী সেতু ও মানিকতলায় ফায়ার স্টেশনের উদ্বোধন করেন।

এদিনের বৈঠক থেকে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন বেসরকারী কারখানায় সকল কর্মীকে পে স্লিপ দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা বিষয়টি দেখার জন্য তিনি মন্ত্রী মলয় ঘটককে নির্দেশও দেন।  পাশাপাশি বিধায়কদের তৃণমূল স্তরে কাজ করতে বলেন। এবং বিডিও ও  ডিএমদের নিয়মিত মিড-ডে মিল, মা ক্যান্টিনে পরিদর্শনের নির্দেশও দেন।  রানিগঞ্জের বনিকসভার অনু পার্কিংয়ের জন্য জমি দেওয়ার নির্দেশ দেন।

এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী, রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য, মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, সুনীল মণ্ডল, অসিত মাল, পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার, দুই জেলার বিধায়ক সহ সব স্তরের জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *