স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই বালকের
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৮জুনঃ- স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই বালকের। মৃত বালকদের নাম শুভজিত গরাই(১২)ও রুদ্র স্বর্ণকার (১৩)। শুভজিতের বাড়ি জামুড়িয়া গ্রামের মাজি পাড়ায় ও রুদ্রের বাড়ি নামো পাড়ায় ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর আজ সকাল সাড়ে নটা নাগাদ ৫ জন বালক আখলপুর বাঁধে স্নান করতে গিয়েছিল। সে সময় […]