বাড়ির পাশেই ধ্বস, আতঙ্কে ঘরের বাইরে রাত কাটাচ্ছে পরিবারের সদস্যরা
স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ৪ আগষ্ট;- প্রবল বর্ষণের কারণে বিগত কয়েকদিন ধরে বিপর্যস্ত খনি অঞ্চল। এর মাঝেই রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারি দু নং ধাওড়ার সুড়ি পাড়ায় এক ব্যাক্তির বাড়ির পাশে বড়সড় ধস নামায় আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছে পাশিপাশি অনেক পরিবার। জানা গিয়েছে টানা বৃষ্টির জের কাটতে না কাটতেই শুক্রবার বাঁশড়া কোলিয়ারি এলাকার সুড়িপাড়া ইসমাইল মিয়ার বাড়ির পাশেই […]