‘বসন পরো মা’ অনুষ্ঠানে ৩ হাজার মহিলাদের হাতে তুলে দিলো নতুন বস্ত্র
স্পষ্ট বার্তা, জামুরিয়া ১৬ অক্টোবর :- প্রতি বছরের মতো এই বছরও মহালয়ার দিনে এলাকার মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো। জামুড়িয়া বিধানসভার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের খোট্টাডিহি গ্রামে বসন পরো মা অনুষ্ঠানে আনুমানিক ৩০০০ মায়েদের হাতে আজ দিনে শাড়ি তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী, নরেন্দ্রনাথ চক্রবর্তী, অনুভা চক্রবর্তী, পুতুল […]