চুরি যাওয়া সোনার গহনা উদ্ধারের পরে ফিরিয়ে দিল জামুড়িয়া থানার পুলিশ
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২১ অক্টোবর :- বাড়িতে না থাকার সুযোগ তালা ভেঙে চুরি গিয়েছিল সোনার গহনা। সেই চুরি যাওয়া সোনার গহনা মঙ্গলবার তার মালিকের কাছে ফিরিয়ে দিল জামুড়িয়া থানার পুলিশ। গহনা ফিরে পেয়ে জামুড়িয়া থানার পুলিশ কে ধন্যবাদ জানায় অসংখ্য ধন্যবাদ। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারী মাসে জামুড়িয়া কুনুস্তোরিয়া কোলোনির ইসিএল আবাসিক অভিষেক মজুমদার তার পরিবার […]