অজয় নদের পাড় ভরাটের অভিযোগ, নদীর আগের অবস্থায় ফিরিয়ে না দিলে চলবে লাগাতার আন্দোলন হুশিয়ারি বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারির,
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৭জুলাইঃ- বেশ কিছুদিন আগে বেজেপি নেতা তথা আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেছেন, জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া পঞ্চায়েতের দেশেরমোহান এলাকা্য এক কয়ালা খনি কোম্পানী অবৈধ ভাবে অজয় নদের পাড় ভরাট করে দখল করার চেষ্টা করছে। এই নদ ভরাট করার বিষয়ে জীতেন্দ্র তেওয়ারি গত ২২ জুলাই পাশ্চিম বর্ধমান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ […]