এবার ফুড সাপ্লায়ার কন্টেনার থেকে অবৈধ কয়লা উদ্ধার করলো পুলিশ
স্পষ্ট বার্তা জামুড়িয়া ১৭ সেপ্টেম্বরঃ- ফের আরও একবার কন্টেনারে ভর্তি বস্তা বস্তা অবৈধ কয়লা উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ। তবে এবার আর দুধ সরবরাহকারী গাড়িতে নয়, বড় একটি খাদ্য সরবরাহকারী কন্টেনারে। গতকাল রাতে ওই একই জায়গায় নাকা চেকিং এর সময় উদ্ধার হল এই বস্তা বস্তা অবৈধ কয়লা। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর জামুড়িয়া বিজপুর সংলগ্ন এলাকায় […]