বাড়ির পাশেই ধ্বস, আতঙ্কে ঘরের বাইরে রাত কাটাচ্ছে পরিবারের সদস্যরা

স্পষ্ট বার্তা, রানীগঞ্জ ৪ আগষ্ট;-

প্রবল বর্ষণের কারণে বিগত কয়েকদিন ধরে বিপর্যস্ত খনি অঞ্চল। এর মাঝেই রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারি দু নং ধাওড়ার সুড়ি পাড়ায় এক ব্যাক্তির বাড়ির পাশে বড়সড় ধস নামায় আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছে পাশিপাশি অনেক পরিবার। জানা গিয়েছে টানা বৃষ্টির জের কাটতে না কাটতেই শুক্রবার বাঁশড়া কোলিয়ারি এলাকার সুড়িপাড়া ইসমাইল মিয়ার বাড়ির পাশেই নামে ধস। এই ধস প্রথেমে ছোটো আকারের হলেই আস্তে আস্তে বড় আকার নিচ্ছে। এখনও পর্্যেন্ত ১০ ফুট বাই ৬ ফুট চওড়া এবং ২৫ ফুট গভীর গর্তের আকার নিয়েছে। জানা গিয়েছে এই পরিবারটি বিগত ৫০ বছর ধরে এখেনেই বসবাস করে আসছে। ওই জমিটি সরকারের পাট্টা দেওয়া জমিতে আবাস যোজনার টাকায় তৈরী বাড়ি।
এই ধসের জন্য দায়ি করেছে ইসিলকে। ইসিএল ভূগর্ভস্থ খনির মধ্যে কয়লা তুলে নিয়ে সেই ফাঁকা জায়গায় বালি ভরাট না করার করানেই এই ধস বলে দাবি স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিভিন্ন রাজনৈতিক দলে লোকজনেরা।
বাড়ির মালিক ইসমাইল মিয়া জানান এই ধসের জেরে পারিবারের সদস্যদের নিয়ে বাইরে রাত কাটাছি। ইসিএলের আধিকা্রিকেরা এসে দেখে গেলেও ধসের ব্যপারে এখনও কোনো পদক্ষপ নেইনি। তিনি ইসিএলের আধিকারিকের কাছে বর্তমানে থাকার জন্য কোয়া্টারের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানাই। এই ঘটনার জেরে ওই এলাকার বেশ কয়েটি পরিবারও আতঙ্কে নিজেদের বাড়িতে থাকতে পারছেনা।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *