ফরিদপুর থানার হেতডোবা সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকরন কেন্দ্র থেকে উদ্ধার হল শতাধিক ভোটার কার্ড, সরকারি শিলমোহর দেওয়া নথি ও বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। এই হাজার হাজার ভোটার কার্ড, সরকারি নথি ও বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা কিভাবে এখানে এলো তা নিয়ে এলাকার মানুষজনের প্রশ্ন। তবে কি এখানে কোনো অসামাজিক কার্যকলাপ চলে? ঘটনার খবর পেয়ে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ পড়ে থাকা ভোটার কার্ড, সরকারি নথিপত্র তুলে নিয়ে যায়।
জানা গিয়েছে এই প্রকল্পটি প্রায় কুড়ি লক্ষ্য টাকা ব্যয় তৈরী করেছি রাজ্য সরকারের । প্রকল্পটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলাশাসক মাননীয় সৌমিত্র মোহন। যাতে এলাকার বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করে বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকরন থেকে জৈব সার তৈরি করা হবে। কিন্তু কোনো কারনে এই প্রক্লপের কাজ শুরুই হয়নি। দীর্ঘদিন থেকে প্রক্লপের কাজ না হওয়ায় দরজা-জানলা সহ বিভিন্ন সামগ্রী চুরি গেছে। পরিত্যক্ত বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকরন কেন্দ্রের ভিরতে হাজার হাজার ভোটার কার্ড ও নির্বাচনের নথি পড়ে থাকতে দেখে স্বাভাবিক কারণেই চমকে উঠে।
স্থানীয় আধিবাসী গাওতার সদস্য সুনীল বেশরা বলেন, মানুষ ভোটার কার্ড বানানোর জন্য হিমসিম খাচ্ছে, অথচ এখানে হাজার কার্ড পড়ে রয়েছে। তিনি বলেন এই অঞ্চলের বেশ কিছু ব্যাক্তির ভোটার কার্ড রয়েছে বাকি দুর্গাপুর সহ বিভিন্ন এলাকার মানুষের ভোটার কার্ড চোখে পড়ল। পাশাপাশি ভোটার তালিকা ও বিভিন্ন রাজনৈতিক দলের পতাকাও চোখে পড়ল। কিন্তু কিভাবে এখানে এত সংখ্যা ভোটার কার্ড ও সরকারি নথী এলো তা ভাবার বিষয়।
এই বিষয়ে বিজেপি নেতা ছোটন চক্রবর্তী জানান, তৃণমূলের গুন্ডাবাহিনী সাধারণ মানুষের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নিয়ে ভোটে র্যাগিং করে জিতেছে বিগত লোকসভা নির্বাচনে এই নিয়ে অভিযোগ করা হয়েছিল। আজকের ঘটনা তারই প্রমাণ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন, নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এটা ওদের এখনো হজম হয়নি তাই ঘটনার সত্যতা প্রমাণের আগেই ভিত্তিহীন অভিযোগ শুরু করেছে।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন নথি রাখা হয়েছিল। সেখানে দরজা জানালা চুরি হয়ে যাওয়ায় সেই গুলি দেখা যাচ্ছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
প্রশ্ন হল সরকারি জিনিস চুরি হয়ে যাচ্ছে, তো সাধারন মানুষের নিরাপত্তা কোথায়?
PREV
স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি বামেদের