জামুড়িয়ায় গাড়ি থেকে তেল চুরির ঘটনা দীর্ঘ দিনের। জামুড়িয়া এলাকার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ও হোটল মালিকদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। কিন্তু এই ব্যাপারে পুলিশ তেল চুরির রোখার চেষ্টা করলেও সেই ভাবে সফল হয়নি। গতকাল রাত ন’টা নাগাদ জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির অন্তর্গত হিজলগড়া মোড় এলাকায় একটি গাড়ি থেকে চার ব্যাক্তি তেল বের করার সময় গাড়ির চালকের নজর পড়ে। ওই চালকের চিতকারে অন্য গাড়ির চালকেরে এলে তার দিতেই দৌড়ে পালানোর চেষ্টা করে। দুই ব্যক্তি এবং হাতে নাতে ধরতে পারলেও আরও দুই ব্যক্তিকে পালাতে সক্ষম হয়। ওই দুই ব্যাক্তিকে বাহাদুরপুর পেট্রোল পাম্প সংলগ্ন একটি হোটেলে সামনে ধরে রেখে পুলিশে খবর দেয়। জামুড়িয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ তাদের নিয়ে যায়।
প্রসঙ্গত বহু দুর দুরান্ত থেকে বড় বড় পন্যবাহী গাড়ি আসে জামুড়িয়া শিল্পতালুকের বিভিন্ন কারখানায়। কারখানার ভেতর প্রবেশ করা বা অন্য কোন কারনে রোডের পাশে বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকে ।এই সুযোগ বুঝে হয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি গুলিতে তেল চুরি করে চোরেরা। এর চুরির বিষয়ে নিয়ে জামুড়িয়া থানা এবং কেন্দা ফাঁড়িতে অভিযোগও করেছে গাড়ির মালিকরা। সেই মতো পুলিশও ব্যবস্থা নেয় । তেল চুরি কারবার রুখতে পুলিশের পক্ষ থেকে এলাকায় বিশেষ নজর রাখা হলেও তেল চুরি বন্ধ করা সম্বভ হয়নি। তবে গতকাল ঘটনার পরে পুলিশ কি পদক্ষেপ নিবে তা এখন দেখার বিষয়।
PREV
কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে পশ্চিমবাংলা বঞ্চিত, এর প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস