অবৈধ জলের সংযোগ রুখতে ময়দানে নামলো প্রশাসন

শিবরাম পাল, জামুড়িয়া ১৯জুলাই:-

চারিদিকে পানীয় জলের হাহাকার , জলের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। অথচ পিএইচই এর মূল পাইপ লাইন থেকে অবৈধভাবে জল সংযোগ করে চালাচ্ছে ছোট থেকে বড় বড় হোটেল, কার ওয়াশিং সেন্টার সহ নার্সারি । জলের ব্যবহারের পাশাপাশি চলছে জলের ব্যাপক অপচয়। এই অভিযোগ এক দু দিনের নয় বছর পর বছর ধরে। এই অবৈধ জলের সংযোগ রুখতে ময়দানে নামলো প্রশাসন।
শুক্রবার জেলাশাসক এর নির্দেশে পিএইসই দপ্তরের আধিকারিকেরা ও জামুড়িয়া থানার পুলিশ যৌথ অভিযানে নামলো। এদিন কালিপাহাড়ি থেকে পাঞ্জাবি মোড় পর্যন্ত ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে অসংখ্য ছোট বড় হোটেল, কার ওয়াশিং সেন্টার, নার্সারি এবং পাবলিক ঘর। প্রশাসনের এই দলটি অভিযান চালিয়ে জানতে পারে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে প্রতিটি হোটেলেই ও কার ওয়াশিং সেন্টারে রয়েছে জলের অবৈধ কানেকশন। পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ও নার্সারিতে এই অবৈধ কানেকশন রয়েছে। আজ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত হোটেল মালিক ও কার ওয়াসিং সেন্টের মালিকদের সতর্কবার্তা দিয়ে গেলেন। আজকের মধ্যেই যাতে নিজেরাই তাদের এই অবৈধ কানেকশন খুলে নেই। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।

পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ার দেবপ্রিয় ঘোষ বলেন এলাকার মানুষ যে পরিমানে জল পাওয়ার কথা সেই পরিমান জল পাচ্ছেনা। অভিযোগ আসছিল পিএইচই এর মুল পাইপ লাইন থেকে জল চুরি হচ্ছে। যার জেরেই এলাকায় জলের সঙ্কট যাচ্ছে। এর পরেই আজ জেলাশাষকের নির্দেশে আমাদের এই অভিযান। তিনি বলে কালিপাহাড়ি থেকে অভিযান চালিয়ে দেখা গেলে রাস্তার ধারে যে সব হোটল, কার ওয়াসিং সেন্টার, নার্সারি রয়েছে বেশীর ভাগ তাদের অবৈধ জলের কানেকশন রয়েছে। তাদের বলা হয়েছে আজকের মধ্যে অবৈধ কানেকশন খুলে নিতে। না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *