কিছু দিন থেকে ছেলেধরার আতঙ্ক ছড়িয়েছে চারদিকে। এই ছেলেধরাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গণপিটুনির শিকার হয়ে অচেনা সাধারন মানুষ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এই বিষয়কে সামনে রেখে আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার সভাকক্ষে এক বৈঠকের আয়োজন করা হয়ছিল।
এই বৈঠকে মুলত আলোচনা হয় ছেলাধরা গুজবে কান দেওয়া যাবে না এমনকি কোন সন্দেহ ভজন ব্যক্তিকে গণধোলাই করা যাবে না। আইনকে হাতে নেওয়া যাবে না। কোনো সন্দেহ ভজন ব্যক্তিকে দেখলে সাথে সাথেই পুলিশ প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন তার ব্যবস্থা নেবে। কোন কারনে সাধারণ মানুষ গনধোলায়ের শিকার হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয় এই বৈঠক থেকে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ থানার সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জী, জামুড়িয়া থানার এস আই সুভাষ বন্দোপাধ্যায়, মেয়র পরিষদ সুব্রত অধিকারী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পুতুল ব্যানার্জি, জামুড়িয়া পঞ্চায়েতে সমিতির সভাপতি ইন্দিরা বাধ্যকর, বোরো ১ চেয়ারম্যান শেখ সান্দার , কেন্দা ফাঁড়ির ইনচার্জ সুকান্ত দাস, শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেঘনাদ মন্ডল, চুরুলিয়া ফাঁড়ির ইনচার্জ শীতল নাগ, এস আই মিহির দে, জামুড়িয়া জামুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং জামুড়িয়া বোরো ১ এর কাউন্সিলরা সহ জামুড়িয়ার আটটি অঞ্চলের অঞ্চল সভাপতি এছাড়াও জামুড়িয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
PREV
বিভিন্ন দাবি দাওয়া কে সামনে রেখে কারখানার গেটে বিক্ষোভ দেখায় বামেরা