ICSE বোর্ডের পরীক্ষায় সারা ভারতের চতুর্থ স্থান অধিকার করেছে জামুড়িয়ায় স্বর্ণদ্বীপ মন্ডল।

শিবরাম পাল, জামুড়িয়া ১০মে:-

ICSE বোর্ডের পরীক্ষায় সারা ভারতের চতুর্থ স্থান অধিকার করেছে জামুড়িয়ায় স্বর্ণদ্বীপ মন্ডল। স্বর্নদ্বীপের ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে।
জামুড়িয়ার বাসিন্দা সুবোধ মন্ডল কর্মসুত্রে বেঙ্গালুরুতে থাকেন। তিনি একজন বৈজ্ঞানিক। মা প্রভাতি মন্ডল। তিনি গৃহবধূ। তাই স্ত্রী এক ছেলে ও মেয়েকে নিয়ে বর্তমানে বেঙ্গালুরুতেই থাকেন। ছেলে স্বর্নদ্বীপ এই বছর ICSE বোর্ডের ত্রিবেণী পাবলিক স্কুল থেকে আইসিএসই বোর্ডের পরীক্ষা দিয়ে ছিলো। গত তিন দিন আগে রেজাল্ট বের হয়। অন লাইনে রেজাল্ট দেখে জানতে পারে স্বর্নদ্বীপ সারা ভারতের চতুর্থ স্থান অধিকার করেছে। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি জামুড়িয়া এলাকায় মানুষও গর্বিত। স্বর্নদ্বীপ ভবিষ্যতে ডাক্তার হতে চায় বলে জানিয়েছে। একই সাথে সে জানিয়েছে প্রতিদিন সে নিজে ৩-৪ ঘন্টা পড়াশোনা করতো। পাশাপাশি ভিডিও গেম খেলতে খুবই ভালো বাসে সে । তার সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার ৫০০ এর মধ্যে ৪৯৫।

বাবা সুবোধ মণ্ডল জানিয়েছেন, ‘আমি ছেলের রেজান্টে গর্বিত। আমি ছেলের পাড়াশোনার জন্য কোনো রকম চাপ দিই নি। সে নিজের মতো করে পড়াশোনা করেছে। স্বর্নদ্বীপের ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। আমি ডাক্তারি পাড়াশোনার জন্য যতটুকু সাহায্য করার করবো।’

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *