গ্রামে দুর্গাপূজা না থাকায়, দুর্গাপূজার মতোই ধুমধামেই হয় মা লক্ষ্মীর আরাধনা

শিবরাম পাল, জামুড়িয়া ২৮অক্টোবর:-

জামুড়িয়া বেড়ালা গ্রামে দুর্গাপুজা না থাকায় লক্ষ্মী পুজাকে দুর্গা পুজার মত ধুমধাম করে পালন করে। বেড়ালা গ্রামের মাজি (কৃষক) পরিবারের সদস্যারা এই লক্ষ্মী পুজা করে থাকে। প্রায় ১৫০ বছরেরও বেশী প্রাচীন।
মাজি পরিবারের এক সদস্য রাম প্রসাদ মাজি বলেন বেড়ালা গ্রামের কৃষক পরিবার এসে ছিল বার্ণপুর সাতা এলাকা থেকে। বেড়ালা গ্রামে প্রতিটি পরিবারই ছিল শুদ্র । সেই কারনে সেই সময় উচ্চবর্নের মানুষজনেরা দুর্গা পুজা করার অনুমতি দেয় নাই। যেহেতু এলাকায় বেশির ভাগ পরিবার ছিল কৃষক তাই ধন দেবীর আরাধনায় মতে উঠে। তিনি বলেন দুর্গা পুজার মতই লক্ষ্মী পুজা করা হয়। ৫ দিন ধর পুজা করা এলাকার প্রতিটি পরিবারে পুজা দেখার জন্য আত্মীয়দের ভিড় জমে। কোলকাতা দলের যাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ৫দিনে। শেষের দিনে এলাকার মানুষদের মহা প্রসাদ খাওয়ানো হয়। শুক্রবার পুজোর উদ্বোধন হয়। এদিন বসন পরো মা অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫০ জন মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *