একমাত্র ছেলেকে নেশার হাত থেকে বাঁচানোর জন্য মা তার ছেলেকে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের কবিগুরু সংলগ্ন এক এলাকার একটি হোমে রেখেছিলেন। কিন্তু নেশার হাত থেকে বাঁচাতে গিয়ে হোমের লোকজনের হাতে মার খেয়ে প্রান হারালো এক মাত্র ছেলের। মৃত যুবকের নাম সুমিত দাস দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের মামরা বাজার সংলগ্ন সুভাষ পল্লীর বাসিন্দা বলে জানা গিয়েছে।
পরিবার সুত্রে জানা গিয়েছে সুমিত কে নেশার হাত থেকে বাঁচাতে প্রায় ১৮ মাস থেকে ওই হোমে রেখে ছিল। তার জন্য প্রতি মাসে ৬থেকে ৭হাজার টাকা ওই হোমে দিতে হত। পরিবারের অভিযোগ টাকা দেওয়ার পরেও সুমিত কে ঠিক মতো খাবার দেওয়া হত না, পাশাপাশি প্রচুর মারধর করত হোমে দায়িত্বে থাকা লোকজনেরা।
পরিবারের সদস্যরা জানায় গতকাল রাত্রি দেড়টা নাগাদ সুমিতের মামাকে হোম থেকে ফোন করে বলা হয় সুমিত অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে আসার জন্য, হাসপাতালে গিয়ে পরিবার দেখে সুমিত মারা গেছে। পরিবারের অভিযোগ, মারধর আর খেতে না দেওয়ার কারনেই সুমিতের এমন নির্মম পরিণতি। সুমিতের মৃত্যুর খবর পেয়েই পরিবার ও পড়শিরা পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন। এমনকি ওই হোমের পাশাপাশি বাসিন্দাদের অভিযোগ, চিৎকার চেঁচামেচির আওয়াজ প্রায়শয় সোনা যেত, মারধর করা হতো এখানে থাকা আবাসিকদের।
জিজ্ঞাসাবাদের জন্য হোমের একজন কে আটক করেছে পুলিশ বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপু পুলিশ।
PREV
ভোটের আগে নেতা বা নেতৃরা মানুষের দুয়ারে দুয়ারে আসে আর ভোট পেরোলেই তাদের ভুলে যায়, এই ধারনা পাল্টাতে চাই জেলা পরিষদের জয়ী প্রার্থী পুতুল ব্যানার্জী
ইন্সুরেন্সের নামে ১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল সুদ লাইফ ইন্সুরেন্সের কোম্পানির এক মহিলা কর্মীর বিরুদ্ধে। ওই মহিলাকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জামুড়িয়া শাখার