
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের অফিসের সামনে বিক্ষোভ সিটু ও অবসর নেওয়া শ্রমিকদের পরিবারের সদস্যদের
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৮এপ্রিলঃ-
শনিবার জামুড়িয়া থানা অন্তগত শিবপুর পাওয়ার হাউস ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের অফিসের সামনে সিটুর শ্রমিক সংগঠন ও অবসর নেওয়া শ্রমিকদের পরিবারের সদস্যরা বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বিক্ষোভে শামিল হয়। বিক্ষোভের মুলত দাবি ছিল ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের বেশ কিছু শ্রমিক অবসর নেওয়ার দীর্ঘ ৮ থেকে ১০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হয়নি। অথচ সেইখানে বাইরে থেকে অন্য কর্মীদের নিয়োগ করা হচ্ছে বলে দাবি। দ্বিতীয়ত সেব সব ঠিকা শ্রমিক কাজ করছে তাদের দিনে পারিশ্রমিক ৪০০ টাকা করে ধার্য় করা আছে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে অথচ ঠিকাদাররা ওই সব শ্রমিকদের ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। তৃতীয়ত যেসব অস্থায়ী শ্রমিকেরা দির্ঘদিন করে কাজ করে আসছে আদের অবিলম্বে স্থায়ীকরন করা সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের এক আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এদিনের বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলার তথা সিটু নেতা তাপস কবি, সুখবিন্দার সিং, সুদন রুইদাস, অশোক রুইদাস সহ আরও অনেকেই।