স্কুটির চাকায় শাল জড়িয়ে মৃত্যু হল বছর ৪৫এর এক মহিলার। মৃত মহিলার নাম লিপিকা মন্ডল, দুর্গাপুরের অরবিন্দ নগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে রানীগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় চুন ভাটি সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে মৃত ওই মহিলা ও তারা ছেলে একটি স্কুটি করে দুর্গাপুর থেকে আসানসোল অভিমুখে যাওয়ার সময় রানীগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় চুন ভাটির কাছে মহিলার গায়ের শাল স্কুটির চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই জাতীয় সড়কের ওপর আছড়ে পড়ে মহিলা ও তার ছেলে। স্থানীয়া বিষয়টি দেখতে পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়েই পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে করে আহতদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই লিপিকা মন্ডলকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। তার ছেলে এই দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয় বলে জানা গিয়েছ।
PREV
সাইবার কন্ট্রোল রুম এর সিসি টিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন কমিশনার অফ পুলিশ সুধীর কুমার নীলকান্তম