ফের আরও একবার কন্টেনারে ভর্তি বস্তা বস্তা অবৈধ কয়লা উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ। তবে এবার আর দুধ সরবরাহকারী গাড়িতে নয়, বড় একটি খাদ্য সরবরাহকারী কন্টেনারে। গতকাল রাতে ওই একই জায়গায় নাকা চেকিং এর সময় উদ্ধার হল এই বস্তা বস্তা অবৈধ কয়লা।
উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর জামুড়িয়া বিজপুর সংলগ্ন এলাকায় নাকা চেকিং এর সময় একটি দুধ সরবরাহকারী গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে দুধের পরিবর্তে বস্তা বস্তা কয়লা উদ্ধার করেছিল পুলিশ। ঠিক একই জায়গায় গতকাল রাতে জামুড়িয়ার পুলিশ নাকা চেকিং এর সময় একটি খাদ্য সরবরাহকারী কন্টেনার গাড়ি আটক করে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের৷ গাড়িতে রয়েছে বস্তাবন্দি অবৈধ কয়লা। এর পরেই গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করে পুলিশ। গাড়ি সহ গাড়িতে থাকা কয়লা বাজেয়াপ্ত করে জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে গাড়িটির গায়ে হুগলির তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডর লেখা রয়েছে। ধৃত দুজনকে আজ আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ৪দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
জামুড়িয়া পুলিশের এই সাফল্যতায় খুশি এলাকার মানুষ। বিজপুর এলাকার এক ব্যাক্তি( নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, জামুড়িয়া থানার বর্তমান আধিকারিককে ধন্যবাদ জানায়। পরপর নাকা চেকিং এ যে ভাবে অবৈধ কারবারকে বানচাল করছে তাতে সত্যিকারের প্রশংসনীয়। তিনি এও বলেন দীর্ঘদিন ধরে এলাকায় দিনের আলোতে ট্রাক ট্রাক কয়লা, বালি, লোহা পাচার হয়েছে তখনও নাকা চেকিং এর ব্যবস্থা ছিল। কিন্তু এই চোরায় কারবার বানচাল হতে শোনা যায় নায়। বর্তমান ওসি যে ভাবে কাজ করছেন, তিনি যদি আগে আসতেন তবে মনে হয় জামুড়িয়ায় কয়লা, বালি, লোহা মাফিয়াদের এতটা বাড়বাড়ন্ত হতো না।
PREV
গাড়ির পিছন ধাওয়া করে দুটি গোরু সহ একটি পিকাপ ভ্যান আটক করে পুলিশ