গত বুধবার আসানসোলের সিবিআই আদালতে গোরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে তোলা হলে বিচারক রাজেশ চক্রবর্তী ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ৷ তাও আবার আসানসোল সংশোধানাগারে রাখার ব্যবস্থা করা হয়।সিবিআই এর আইনজীবীরা তাদের প্রয়োজন মত সংশোধানাগারে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারবেন।কিন্তু তার আগে মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করতে হবে।বিচারক রাজেশ চক্রবর্তীর এই নির্দেশের কারণে বৃহস্পতিবার সকালে অনুব্রত মণ্ডলের আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থার করা হয় কড়া নিরাপত্তার মধ্যে।এদিন সকাল ১০ টা নাগাদ আসানসোল কোর্ট চত্ত্বরে পৌঁছে দেখা যায় সংশোধানাগার ঘিরে পুলিশের কড়া ব্যারিকেড।এর ফলে সাধারণ মানুষ আসানসোল বার্ণপুর থেকে আসানসোল যেতে সমস্যার সম্মুখিন হয় ৷ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে।অন্যদিকে আসানসোলের গরাই রোড ধরে জেলা হাসপাতাল নিয়ে যেতে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলেও সংযোগকারি রাস্তাগুলি যানজটে পরিপূর্ণ হয়ে মানুষের দুর্ভোগ বাড়ে ৷ একই সাথে জেলা হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে অনুব্রত মণ্ডলের প্রায় ঘন্টা খানেক ধরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় ৷ এর ফলে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে দুর্ভোগের শিকার হয়।হাসপাতালে আসা এক রোগির আত্মীয় বলেন, এক জন গোরু চোরের জন্য দূরদূরান্ত থেকে আসা রোগীদের ভুগান্তের শেষ নেই। রাজ্যে চোরেদের জন্য না করে সাধারন মানুষের কথা ভাবলে হয়ত রাজ্যের মানুষের কোনো অসুবিধায় হত না। হাসপাতালে আসা রোগি ও রোগির আত্মীয়দের চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট ফুটে ওঠে ৷
PREV
১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর,আসানসোল সংশোধানাগারে রাখার ব্যবস্থা করার নির্দেশ বিচারকের