গোপন সুত্রে খবর পেয়ে এক ব্যাক্তিসহ দুটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে জামুড়িয়া থানার পুলিশ।পুলিশ সুত্রে খবর পাপ্পু রাম নামক সন্দেহভাজন এক ব্যাক্তিকে পুলিশ আসানসোল সাউথের কালিপাহারির ঘুষিক কোলিয়ারি থেকে আটক করে।তাকে জিজ্ঞাসাবাদ করে একটি কালো রঙ এর স্পেলেন্ডার ও একটি কালো রঙ এর সুপার স্পেলেন্ডার উদ্ধার করে।পুলিশি জেরায় পাপ্পু শিকার করেছে যে সে আসানসোল ও দুর্গাপুর এলাকা থেকে বাইক চুরি করে।আজ আদালতে তোলা হলে বিচারক পাপ্পুকে তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।এই বাইক চুরির সাথে পাপ্পুর সাথে আরো কারা কারা জড়িত তদন্ত শুরু করেছে পুলিশ।