আসানসোল পুরনিগমের মেয়র পারিষদের নাম ঘোষণা করেন মেয়র বিধান উপাধ্যায়

স্পষ্ট বার্তা, আসানসোল ১৬জুনঃ-

বৃহস্পতিবার মেয়র পারিষদের(MMIC) নাম ঘোষণা করেন মেয়র বিধান উপাধ্যায়। দীর্ঘ তিন মাসের বেশি সময় পরে ৫জনের মেয়র পারিষদ গঠন হলো। আসানসোল উত্তর বিধান সভা থেকে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , আসানসোল দক্ষিণ বিধান সভা থেকে মানস দাস, জামুড়িয়ার সুব্রত অধিকারী,  রানিগঞ্জের দিব্যেন্দু ভগক ও কুলটি থেকে ইন্দ্রাণী মিশ্রকে মেয়র পারিষদ করা হয়েছে। একমাত্র দিব্যেন্দু ভকত দ্বিতীয় বার আসানসোল পুরনিগমে  মেয়র পারিষদ হলেন।  তবে ৫ মেয়র পারিষদের নাম ঘোষণা করা হলেও তাদের দপ্তর বন্টন  এখন করা হয়নি।তাদের শপথ বাক্য পাঠ করান পদাধিকারবলে মেয়র। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক,  ওয়াসিম-উল-হক সহ আরো অনেকেই।

বৃহস্পতিবার পুরনিগমের ৫ মেয়র পারিষদ ( MMIC) এর নাম ঘোষণার পর শপথ বাক্য পাঠ করা হলেও আইনী জটিলতার কারণে দুই ডেপুটি মেয়রের শপথ গ্রহণ হয়নি ও তারা দায়িত্ব নিতে পারেননি।

বিজেপি কাউন্সিলরদের দলনেত্রী চৈতালি তেওয়ারি বলেন, আমাদের নিমন্ত্রণ বা বৈঠকের কথা জানানো হয় নি। এটা পুর আইন বিরোধী। মনে হচ্ছে শাসক দল ভয় পাচ্ছে। যদিও গত পুর বোর্ডে ৭ জন মেয়র পারিষদ ছিলেন। কিন্তু আমরা যে উচ্চ আদালতে মামলা করায় তড়িঘড়ি ৫ জনকে নিয়ে মেয়র পারিষদ গঠন করা হলো। এখনো বোরো চেয়ারম্যান করা হয়নি। আমরা বিষয়টি আদালতে জানাবো। আমাদের উদ্দেশ্য দল না সব মানুষ যাতে পুর পরিসেবা পান। যদিও মেয়র এই অভিযোগ মানতে চাননি।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *