
মাধ্যমিকে তৃতীয় স্থানে শিল্পাঞ্চল রানিগঞ্জের অনন্যা ও ষষ্ঠ স্থানে আসানসোলের সৈকত
স্পষ্ট বার্তা, পশ্চিম বর্ধমান, ৩জুনঃ-
রাজ্যের মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের উমারানী গার্লস হাই স্কুলের ছাত্রী অনন্যা দাশগুপ্ত। মেয়েদের মধ্যে আবার প্রথম স্থানাধিকারকে অনন্যা। প্রথম স্থান দখল করে নিয়েছে যুগ্মভাবে বাঁকুড়/পূর্ব বর্ধমান, দ্বিতীয় স্থানে কালিম্পং।
রানীগঞ্জের গীর্জাপাড়া কে ডি সরণীর বাসিন্দা অনন্যার প্রাপ্ত নম্বর ৬৯১, যার মধ্যে বাংলায় পেয়েছে ৯৯, ইংরাজীতে ৯৬, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৮ আর ভূগোলে ১০০। অনন্যা মাত্র দুজন গৃহসিক্ষকের কাছে পড়াশুনা করতো। বাকি বাবা ও মায়ের কাছেই সে নিজের পড়াশুনায় সাহায্য পেয়ছে বলে জানিয়েছে। সাথে স্কুলের শিক্ষকদের সহয়তা তো ছিলই। ভবিষ্যতে অনন্যা ইঞ্জিনিয়ার হতে চায়। অনন্যার বাবাও একজন শিক্ষক আর মা গৃহবধূ।
মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার করে তাকে লাগালো আসানসোল রামকৃষ্ণ মিশনের সৈকত। মোট তিনজন গৃহশিক্ষক ছিল সৈকতের। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সৈকত। তবে পেশাগতভাবে নয় রামকৃষ্ণ মিশনের দর্শনে দীক্ষিত সৈকত সেবার কাজের জন্য আগামী দিনে চিকিৎসক হতে চান। আগামী
দেখে নেওয়া যাক মাধ্যমিকে প্রথম থেকে দশম স্থানে যারা রয়েছে
প্রথমস্থানে
অর্ণব ঘোড়ই (বাঁকুড়া),
রৌণক মণ্ডল (বর্ধমান)
দ্বিতীয় স্থানে
কৌশিকী সরকার
তৃতীয় স্থানে
অনন্যা দাশগুপ্ত
চতুর্থস্থানে
অভীক দাস, অভিষেক গুপ্ত, শ্রুতর্ষি ত্রিপাঠী (কলকাতা)
পঞ্চমস্থানে- দেবদত্ত কুণ্ডু, সুরজিৎ সাহা, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, পৌলমী বেরা,
ষষ্ঠ স্থানে– নিরুপম দাস, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, প্রতীক মাইতি
সপ্তম স্থানে– অনন্য দেব, শ্রীজিতা মজুমদার, সৌগত ঘোষ, জ্যোতির্ময় মণ্ডল, সোহম নায়েক, রনিত সাউ, শাশ্বত সেন, সিঞ্চন দত্ত
অষ্টম স্থানে – পারভিন, রনি বর্মন, অরুণিমা সিকদার, ব্রাত্য বসু, বৃষ্টি পাল, সৌম্যদিপ্ত কোনার, মৃত্যুঞ্জয় মণ্ডল, মধুরিমা দে, সৌমাল্য নিয়োগী, দেবমাল্য নিয়োগী, শ্রেয়সী ভুঁইয়া, অনিমেষ লায়েক, অভ্র চট্টোপাধ্যায়, ঈশিতা সামন্ত, অনিশ ঘড়াই, সায়ন দেবনাথ, শাশ্বত নাইয়া, সোহম পাল
নবম স্থানে বিশ্বজিৎ মণ্ডল, স্বরূপ কর্মকার, সৌরভ দে, অঙ্কুর ঘোষ, সাহেব দাস, সূরয ঘোষ, পার্থিব কোটাল, দ্বৈপায়ন সাহা
দশম স্থানে- সমৃদ্ধি দে, বিতান চক্রবর্তী, রূপম কর্মকার, অমৃতাভ পাল, রিফা তামান্না, প্রত্যুষা কুণ্ডু, সৌমিক ধাওয়াই, মহম্মদ শামিক, সৌনক বন্দ্যোপাধ্যায়, শেখ আজহার, অঙ্কন ঘোষ, নীলাদ্রি মণ্ডল, সোহম কোনার, সানন্দা রায়, আফরিন খাতুন, সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, সৌম্য মণ্ডল, অয়ন কুমার পাল, অরিত্র মণ্ডল, অনুষ্কা পাহাড়ি, প্রত্যুষা মিত্র, অর্ঘদীপ মাইতি, সৌম্যদীপ গিরি, সৌনক প্রামানিক, আলেখ্য বর, তনিষ্ঠা দাস, সৌম্যদীপ সেন, অশোক বিশ্বাস।