রবিবার আসানসোলের ঘাঁটি গলিতে প্রকাশ ল্যাবরেটরি নামে একটি সোনা ও রুপোর দোকান থেকে প্রায় ২৫ লক্ষ টাকা মুল্যের সোনা ও রুপো চুরির ঘটনা সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
দোকান মালিক সঞ্জয় সত্যরাম তীর্থঙ্কর জানান, আজ সকালে দোকান গিয়ে দেখতে পায় লকার থেকে প্রায় ৮০০ গ্রাম সোনা এবং ১০ কেজির মতো রুপো চুরি গিয়েছে। বাজার মূল্য আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা। কিন্তু কিভাবে হয়েছে তা বুঝতে পারিনি। দোকানের সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল বলে জানিয়েছেন তিনি। দক্ষিন থানায় অভিযোগ জানানোর পর পুলিশ এসে তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।
PREV
দুবছর গাঢাকা দিয়েও রক্ষা পেলো না বৃদ্ধা খুনের অপরাধী