বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী পালিত হল কবির জন্মভিটেয়
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২৬মেঃ
বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী। বিদ্রোহী কবির জন্মভিটে পশ্চিম বর্ধমানের চুরুলিয়া গ্রামেও সারা রাজ্যর সাথেই পালন করা হলো কবির ১২৩ তম জন্মদিনের অনুষ্ঠান। পাশাপাশি উদ্বোধন হল ৪২ তম নজরুল মেলা। এদিন সকালে চুরুলিয়ার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ণাঢ্য শোভাযাত্রা করে গ্রাম পরিক্রমা করে কবির মূর্তীতে মাল্যদান পর্ব সেরে কবি ও কবি পত্নী প্রমিলাদেবীর সমাধি স্তম্ভে পুষ্পার্ঘ্ নিবেদন করে নজরুল একাডেমির সদস্য সহ আগত শিল্পী ও অতিথিরা। এবছ্র তিন দিনের অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা। এইদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালের উপাচার্য় সাধন চক্রবর্তী নজরুল একাডেমির সম্পাদক কাজী রেজাউল করিম সহ বিশিষ্টজনেরা।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানান 123 তম জন্ম দিবস উপলক্ষে এই বছর তিন দিনের অনুষ্ঠান করা হবে। যা দুটি ভাগে ভাগ করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল মেলা। তিনি বলেন এই তিন দিনের সংস্কৃতি অনুষ্ঠানে প্রায় 10 হাজারেরও বেশি শিল্পীরা অংশ নেবেন। পাশাপাশি গুগোল ফ্রমমে বিভিন্ন জায়গার শিল্পীরা আবেদন করেছিলেন। তারমধ্যে ৬০ জন বিশিষ্টজনদের নির্বাচিত করেছেন। সাধন বাবু বলেন নজরুল একাডেমি কে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার পর নজরুলের যে ধারাবাহিকতা তা অক্ষুন্ন রাখার জন্য এই এলাকায়, জেলায়, দেশে এবং বিদেশে সেই ধারা বোঝায় রাখার প্রচেষ্টা চলেছে। তিনি বলেন এই বছর বিভিন্ন রাজ্য ও বাংলাদেশ থেকে বিশিষ্ট শিল্পীরা হাজির হয়েছেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। তিনি বলেন আগামীতে যাতে নজরুলের ধারা বজায় থাকে সেই দিকে নজর রাখবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। file photo
অন্যদিকে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পশ্চিম বর্ধমানের আসানসোল আদালত সংলগ্ন কথা হলে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো কবির ১২৩তম জন্মজয়ন্তী দিবস। এদিন কথা হলে প্রদীপ প্রজ্জ্বলন করে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা জানান অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ তুকারাম শেভালে, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীবৃন্দ।