
এটিএমে টাকা তোলার সময় সাবধান থাকবেন। দুষ্কৃতিরা এটিএমে কারসাজি করে রাখছে
স্পষ্ট বার্তা, আসানসোল ৩১ ডিসেম্বর :-
এটিএম মেশিনে আবার কারসাজি দুষ্কৃতিদের। টাকা বের করতে গিয়ে টাকা আটকে পড়ে ছিলে এটিএমের ভিতরেই। এই বিষয়ে জানা জানি হতেই হৈচৈ পড়ে এটিএম এর সামনে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুষ্কৃতিরা সাহস পাচ্ছে এই অপরাধ করার বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা টি আসানসোলের উত্তর থানার
রেল পাড়ার অন্তর্গত ডিপো পাড়ায় একটি SBI-এর এটিএম এর। এর আগেও এখানে একই ধরনের ঘটনা ঘটেছে।
ভিডিও দেখার জন্য ক্লিক করুন