এটিএমে টাকা তোলার সময় সাবধান থাকবেন। দুষ্কৃতিরা এটিএমে কারসাজি করে রাখছে

স্পষ্ট বার্তা,  আসানসোল ৩১ ডিসেম্বর :-

এটিএম মেশিনে আবার কারসাজি দুষ্কৃতিদের। টাকা বের করতে গিয়ে টাকা আটকে পড়ে ছিলে এটিএমের ভিতরেই। এই বিষয়ে জানা জানি হতেই হৈচৈ পড়ে এটিএম এর সামনে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে দুষ্কৃতিরা সাহস পাচ্ছে এই অপরাধ করার বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা টি আসানসোলের উত্তর থানার
রেল পাড়ার অন্তর্গত ডিপো পাড়ায় একটি SBI-এর এটিএম এর। এর আগেও এখানে একই ধরনের ঘটনা ঘটেছে।

ভিডিও দেখার জন্য ক্লিক করুন

[/vc_row]

জানা গেছে গত কাল সন্ধ্যার সময় এক ব্যক্তি এটিএম-এর ভিতরে গিয়ে 5000 টাকা তোলার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন। পাশাপাশি টাকা বের হওয়ার যে শব্দ হয় তাও হয়েছে, কিন্তু এটিএম থেকে টাকা হাতে না আসার আগেই মোবাইলে 5000 টাকা কেটে নেওয়ার বার্তা এসে যায়। যার কারণে তিনি খুব ঘাবড়ে গিয়েছিলেন। তখন তিনি এটিএমের টাকা তুলতে আসা অন্য এক ব্যাক্তিকে পুরো বিষয় টি জানান। এর পরেই টাকা তুলতে আসা অন্য ব্যক্তি এটিএমটি সঠিকভাবে পরীক্ষা করে দেখেন যে যেখান থেকে টাকা বের হয় সেখানে আগের থেকে একটি ক্লিপ আটকে রাখা হয়েছে। ক্লিপটি বের হওয়ার সাথে সাথেই প্রথম ব্যক্তির 5000 টাকা বেরিয়ে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমে এটিএম এর পাশে। ঘটনা স্থলে আসেন রেল পার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আশিস কৃষ্ণ চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, এই এলাকায় সরকারি ব্যাঙ্কের এটিএম-এর সঙ্গে কারসাজির ঘটনা এই প্রথম নয়। তিনি বলেন যে সময় এ ঘটনা ঘটে তখন বাজার খোলা ছিল এবং আশেপাশে লোকজন ছিল, সে কারণে ওই ব্যক্তির টাকা প্রতারণা থেকে বেঁচে গেলেন। তবে এই ঘটনা রাতে ঘটলে সাহায্য করার কেউ থাকত না বলে জানান তিনি। তিনি বলেন এই এটিএম তিন তিন টি ক্যামেরা লাগানো থাককেও একটি ক্যামেরাও কাজ করে না। সরকারি ব্যাংক হওয়া সত্ত্বেও কেন এমন গাফিলতি করা হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেন। তিনি বলেন এর আগেও একই ঘটনা ঘটে ছিল। যদি ওই ঘটনার পরে ব্যাঙ্ক ক্যামেরা ঠিক করত তবে দুষ্কৃতিদের চিহ্নিত করা যেত বলেও তিনি দাবি করেন।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *