চাকরির দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ স্থানীয়দের

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১২ আগষ্টঃ-

প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও চাকরি মেলেনি জমিদাতা সহ স্থানীয় বেকার যুবকদের। চাকরির দাবিতে সোমবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় জমিদাতা সহ স্থানীয়রা। ঘটনাটি জামুড়িয়া থানার বিজয়নগর শিল্পতালুকের হিজলগড়া গ্রামের সংলগ্ন রেশমী কারখানায়।
বিক্ষোভকারিরা জানায় ২০০৯ সালে কারখানা করার জন্য গ্রামের মানুষদের কাছ থেকে জমি নিয়েছে রেশমী নামক এই বেসরকারি কারখানার কর্তৃপক্ষ। তার বিনিময়ে জমিদাতাদের ও গ্রামের যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তার পর থেকে প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও এলাকায় যুবকদের চাকরি তো দুরের কথা যারা জমিদাতা তাদেরকেও চাকরি দেওয়া হয়নি। তারা বলেন অনেক বিক্ষোভ দেখানোর পরে গত ৬ মাস আগে কারখানা কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে থানায় বৈঠক করে ২০০ জনকে ৪০ দিনের মধ্যে কাজে নিযোগ করা হবে। কিন্তু এখন কাউকে কাজে নিয়োগ করা হয়নি। তারা জানান যদি আগামী কালের মধ্যে ২০০ জন কে কাজে নিয়োগ না করে তবে বৃহত্তর আন্দোলনে নামবো।
বিক্ষোভকারি জুয়েল কাজী বলেন, ২০০৮-২০০৯ সালে কারখানা করার জন্য গ্রামের মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছে রেশমী কারখানাকে। যাতে এলাকার বেকার যুবকেরা কাজ পাই কিন্তু ১৫থেকে ১৬ বছর পেরিয়ে গেলেও এক জনকেও কাজ দেয়নি। ৬ মাস আগে থানায় বৈঠক করে ২০০ জনকে ৪০ দিনের মধ্যে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ কাজ পায়নি। তাই আমরা গেটের সামনে বিক্ষোভ প্রর্দশন করছি। তিনি বলেন আগামী কালের মধ্যে ২০০ জন কে কাজে নিয়োগ না করে তবে বৃহত্তর আন্দোলনে নামবো।

অন্যদিকে রেশমী কারখানায় ম্যানেজার পলাশ ব্যানার্জী বলেন, কারখানা করা্র জন্য ৬০ শতাংশ জায়গা পাওয়া গেলেও ৪০ শতাংশ জায়গা না পাওয়ায় কারখানার কাজ শুরু করা যাচ্ছেনা। গ্রামের বেশ কিছু জামি দাতা জমি না দেওয়ায় কারনেই কারখানা কাজ আটকে আছে। কারখানা চালু না হলে কি ভাবে কাজে নিয়োগ করা হবে। তিনি বলেন এই কারনেই ম্যানেজমেন্টেরো ক্ষতি হচ্ছে। তিনি জানান খুব তাড়াতাড়ি জমির সমস্যা মিটে যাবে এবং কারখানার কাজ শুরু হবে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *