নতুন ব্রিজ ও রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের

স্পষ্ট বার্তা, রানিগঞ্জ ১১ আগষ্ট :-

হারাভাঙ্গা নুনিয়া নদীর উপর নতুন ব্রিজ ও হাড়াভাঙ্গা থেকে রানীসায়ের মোড় পর্যন্ত বেহার রাস্তার মেরামতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে হারাভাঙ্গা গ্রাম রক্ষা কমিটি সদস্যরা। বিক্ষোভকারীরা জানান হাড়াভাঙ্গা ব্রিজটি দীর্ঘদিন থেকে জরাজীর্ন অবস্থায় রয়েছে, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। এই ব্রিজের উপর দিয়ে ১০ টনের বেশি ভারি গাড়ি চলাচলের নিষেধ থাকলেও দশ টনের বেশি ভারী যান বহন যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। তারা জানান বিভিন্ন সংস্থা ও দপ্তরে এই বিষয়ে লিখিতভাবে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেয় নি। আমরা বারবার বিক্ষোভ প্রদর্শন করেও কোন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি।

স্থানীয় বাসিন্দা, পিনাকী গোপ বলেন, গত এক বছর ধরে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে হাড়াভাঙ্গা নতুন ব্রিজ ও হাড়াভাঙ্গা থেকে রানীসায়ের মোড় পর্যন্ত বেহাল রাস্তা মেরামতের জন্য আবেদন জানিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। এই জরাজীর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক ওভার লোড গাড়ি পারাপার করে। যদি কোন ভাবে ব্রিজ ভেঙে যায় তবে এলাকার মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *