সাতগ্রাম এরিয়ার বেনালী কোলিয়ারিতে ইসিএলের জায়গায় অবৈধ ভাবে নির্মান করা হচ্ছে এই খবর পেয়ে রবিবার শ্রীপুর ফাঁড়ির পুলিশ, সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীর উপস্থিতিতে জেসিবি মেশিন দিয়ে ওই নির্মান ভেঙে গুড়ো করে দেওয়া হল। এক বছর আগেও এখানে অবৈধ ভাবে নির্মান করা হচ্ছিল, তখনও একই ভাবেই ভেঙে ফেলা হয়েছিল বলে জানা গিয়েছে।
ইসিএলের সাতগ্রাম গ্রুপ অফ মাইসের পার্সোনাল ম্যানেজার সঞ্জীব কুমার ঘোষ বলেন, বছর খানেক আগেও খবর পায় এখানে অবৈধ ভাবে নির্মান হচ্ছে তখনও আমরা ভেঙে দিয়েছিলাম। দ্বিতীয় বার আবার যখন খবর পায় একই জায়গায় অবৈধ ভাবে নির্মান হচ্ছে। আমরা থানায় অভিযোগ করি, এবং প্রশাসনের সহযোগিতায় আজ জেসিবি মেশিন দিয়ে অবৈধ নির্মান ভেঙে দেওয়া হয়। তিনি বলেন সাতগ্রাম ও শ্রীপুর এরিয়ার যেখানেই অবৈধ নির্মান হবে সেখানেই এই ভাবেই ভেঙে ফেলা হবে। তিনি বলেন সরকারি জায়গা এই ভাবে দখল করা যায় না। তিনি এও বলেন যারা ইসিএলের কোয়াটার অবৈধভাবে দখল করে রেখেছে, কোর্টের ইভেক্সেন অডার পাশ হলেন পুলিশ প্রশাসনকে নিয়ে দখল মুক্ত করা হবে।
ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিরাপত্তারক্ষীর সাব ইন্সপেক্টার চন্দ্রকিশোর হরিজন বলেন, ২০২৩ সালেও অবৈধ নির্মান ভেঙে ফেলা হয়েছিল। এর পরেও জোরপূর্বক দখল করে পুনরায় নির্মান করছিল। আমরা নিষেধ করার পরেও কাজ বন্ধ না করার আজ পুলিশ প্রশাসনের সামনেই অবৈধ নির্মান ভেঙে ফেলা হল। তিনি বলেন, যারা ইসিএলের জায়গায় অবৈধ নির্মান করবে তাদের নির্মান এই ভাবেই ভেঙে দেওয়া হবে।
তবে এই বিষয়ে অবৈধ নির্মানকারির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।