সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্বর্ধনা

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৪ আগষ্ট :-

জামুড়িয়া বোরিংডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তবু্ও টুকুন ত্রৈমাসিক শিশু সাহিত্য পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে এক সাহিত্য সম্মেলন ও গুণিজন সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রায় ১০০ জনেরও বেশী কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। উপস্থিত সমস্ত কবি স্বরচিত কবিতা পাঠ করেন। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ত্রিলোচন ভট্টাচার্য। কবি রাজীব ঘাঁটি কে মনোমোহন রায় স্মৃতি পুরস্কার প্রদান করা হয় । এছাড়াও তবুও টুকুন স্মারক সম্মান প্রদান করা হয় কবি স্বপন রুইদাস, অচিন্ত ঘাঁট্, শিশু সংগঠক প্রবোধ মন্ডল কে। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরশনের মেয়র পারিষদ সুব্রত অধিকারি, প্রাক্তন মেয়র পারিষদ পূর্ণশশি রায়, জহর মিশ্র, স্বরাজ দত্ত, কৃষেন্দু ঘট্ক, মিতালী পাল, দিলীপ চক্রবর্তী, দীপু কাজী , মেঘনাদ আচার্য শ্রীকান্ত চ্যাটার্জী, আদিত্য মন্ডল সহ আরও বিশিষ্ট জনেরা। এইদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রণব কুমার কুন্ডু।
তবুও টুকুন পত্রিকার সম্পাদক তারকনাথ মণ্ডল বলেন, বর্তমানে সাহিত্য চর্চা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। শিশু সাহিত্য বাঁচিয়ে রাখতে হলে ছোটোদের কাছ থেকে মোবাইল ফোন দূরে রাখতে হবে। ছোটদের হাতে শিক্ষামুলক ও ছোটোদের গল্পের বই তুলে দিতে হবে। তিনি বলেন তবুও টুকুন পত্রিকার বত্রিশ বছর পূর্তি হল। আমরা বত্রিশ বছর ধরে সাহিত্য চর্চা চালিয়ে আসছি। আগামীতেও চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *