টানা রাতভর বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা জলমগ্নের খবর উঠে আসার পাশাপাশি জামুড়িয়া বিধানসভার ইকড়া সিঙ্গারন নদীর জল স্তর এতটাই বেড়েছে যে ইকড়া শ্মশানের বেশ কয়েকটি মন্দির জলে ডুবে গেছে। ইকড়া থেকে জামুড়িয়া যাওয়ার মুল রাস্তাও জলের তলায়। দেখে বোঝা মুশকিল কোনটা রাস্তা কোনটা নদী।
স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব রজক বলেন, একদিনের টানা বৃষ্টিতে সিঙ্গারন নদীর জল এতটায় বেড়ে গেছে যে শ্মশানে বেশ কয়েকটি মন্দির জলে ডুবে গেছে পাশাপাশি ইকড়া থেকে জামুড়িয়া যাওয়ার মুল রাস্তাও জলের তলায়। তিনি বলেন এখানে বেশ কয়েটি কারখানার কারনে সিঙ্গারন নদী নালায় পরিনত হয়েছে। সিঙ্গারন নদীর পাড় দখল করে নদীকে নালায় পরিনত করেছে। যার ফলে একদিনের বৃষ্টিতে নদীর এমন হাল। তিনি বলেন এই রাস্তা দিয়ে ইকড়া গ্রামের মানুষজনেরা জামুড়িয়া বাজার যায়, এই রাস্তা দেখে বোঝা মুশকিল এটা রাস্তা না নদী। তিনি বলেন এই রাস্তা দিয়ে কারখানার শ্রমিকেরা বিভিন্ন কারখানায় কাজে যায়। এই অবস্থায় পারা পার হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি জানান। এই নদীর এই অবস্থার জন্য দায়ি এলাকার বেশ কয়েটি কারখানা বলে দাবি করেন।
PREV
রানিগঞ্জের বন্যার মতো পরিস্থিতি, জলবন্দী হয়ে আটকে পড়েছে বহু মানুষ