কারখানার জল নিয়ে যাওয়ার জন্য চাষ জমির উপর দিয়ে পাইপ লাইন বাসাতে দেওয়ার অনুমতি দিয়েছিল গ্রামের ৩৩ জন জমির মালিক। তার বিনিময়ে ওই ৩৩ জন জমি মালিকের পরিবারের ১ জন করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ১৯ জনকে কাজ দেওয়ার পরে প্রায় দেড় বছর কেটে গেলেও বাকি ১৪ জনের কাজ নিয়ে গড়িমসি করছে কারখানা কর্তৃপক্ষ বলে অভিযোগ । এই বাকি ১৪ জনের কাজের দাবিতে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জমির মালিক পক্ষ।
ঘটনাটি জামুড়িয়া থানার হিজলগড়া পঞ্চায়েতের বাড়ুল গ্রামের।
জানা গিয়েছে জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের শ্যামসেল পাওয়ার লিমিটেড নামক একটি বেসরকারি কারখানা অজয় নদ থেকে বাড়ুল গ্রাম দিয়ে জলের পাইপ লাইন নিয়ে এসেছে কারখানায়। সেই সময় জামির মালিকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ১৯ জনকে চাকরি দিলেও বাকি ১৪ জনকে এখনও চাকরি দেয়নি। এই বিষয় নিয়ে জমির বাকি মালিকেরা কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার গেলেও কোনো না কোনো অজুহাত দেখিয়ে টালবাহানা করে বলে অভিযোগ। গত তিন দিন আগে আদ্বিত্য মন্ডল জমির মালিক পক্ষের হয়ে এই এই বিষয়ে কথা বলতে গেলে স্থানীয় দুই তৃণমূল নেতা তাকে ব্যপক মারধোর করে বলেও অভিযোগ করেন। এই ঘটনার পরেই জমির মালিকেরা আজ বীরকুল্টি মোড়ের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
তাদের দাবি, বাকি ১৪ জনের চাকরি অবিলম্বে না হলে বসানো পাইপ লাইন তুলে ফেলবে তারা।
পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেই বিক্ষোভ কারিরা।
তবে এই বিষয়ে কারখানা আধিকারিক রাজীব ঝা বলেন জেলা পরিষদের রাস্তার পাশ দিয়ে জলের পাইপ লাইন নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পরিষদের অনুমতি নিয়ে। ওই প্রজেক্ট এখনও সম্পূর্ণ হয় নি। কাজ শেষ হওয়ার পরেই যেহেতু তারা স্থানীয় তাই বাকিদেরও কাজ দেওয়া হবে।