
কাজের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৭জানুয়ারিঃ-
রবিবার জামুড়িয়া শিল্পতালুক এলাকার জাদুডাঙ্গায় অবস্থিত গজানন আয়রন স্টিল কারখানায় কাজের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বেকার যুবকেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুড়িয়া থানার পুলিশ। প্রায় ঘণ্টা খানেক পর পুলিশ বিক্ষোভকারিদের বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভ তুলে দেয়। বিক্ষোভকারি বিশাল তাঁতি, গাজন বাউর, রঞ্জিত কোড়া, রিজু রজক, সুরাজ দা, বিমল রানা, বিজয় কোড়া, মানিক বাউরীরা জানান কারখানার নতুন ইউনিট খোলা হয়েছে। নতুন ইউনিট খোলার আগে বলা হয়েছিল এখানে স্থানীয়দের চাকরি দেওয়া হবে কিন্তু এখানে স্থানীয় একজন লোককেও চাকরি দেওয়া হয়নি। অথচ বাইরের সব লোককে চাকরি দেওয়া হয়েছে। তাদের দাবি এখানে অন্তত ৫০ জনকে স্থায়ী চাকরি দিতে হবে ।তাদের দাবি পূরণ না হলে আগামী দিনেও আরও বৃহত্বর বিক্ষোভ করা হবে।অন্যদিকে কারখানার নিরাপত্তা প্রধান হেমন্ত সিং বলেন, আজ স্থানীয় লোকজন গেট অবরোধ করে রেখেছিল। ঘটনার খবর স্থানীয় পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে।তিনি বলেন, কারখানার কাজকর্ম ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।