রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় বাস দাঁড় করিয়ে বিক্ষোভ বাস চালক ও বাস কর্মীদের। প্রশাসন রাস্তা মেরামতের জন্য দুদিনের সময় নেই। বাস চালকেরা দুদিন ওই রুটের সমস্ত বাস বন্ধ রাখার সিন্ধান্ত নেয়।

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ২অক্টোবর :-

আসানসোল ও রানীগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি চাঁদা মোড় হয়ে অন্যটি রানীসায়ের মোড় হয়ে। এই রাস্তা দুটিই বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন থেকে। ছোটো গাড়ি হোওক বা বড় গাড়ি নিত্যদিনই দুর্ঘটনায় মুখে পড়ছে যাত্রীরা।
এই বিষয়ে সাধারণ মানুষ জনেরা ছাড়াও রানীগঞ্জ আসানসোল রুটের সমস্ত বাস চালক ও বাস কর্মীরা প্রশাসনকে জানিয়েও কিছু কাজ না হওয়ায় আজ সকালে রানিগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার জাদুডাঙ্গা মোড়ে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বাস চালক ও কর্মীরা।
ওই রুটের সব বাস বন্ধ করে বিক্ষোভ দেখায়। এর জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে ওই অংশে। ঘটনা স্থলে পৌঁছে জামুড়িয়া থানার পুলিশ। এর পরে ঘটনা স্থলে আসে জামুড়িয়ার বোরো ১ এর চেয়ারম্যান সেখ সান্দার। প্রায় চার ঘন্টা পরে চেয়ারম্যান রাস্তা মেরামতের জন্য দুদিন সময় নেন। এই আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভ কারিরা। তবে বিক্ষোভকারিরা জানান রাস্তা মেরামতের পরেই বাস চালু হবে। না হলে নির্দেষ্ট কালের জন্য জআমুড়িয়া রুটের সমস্ত বাস বন্ধ রাখার হুমকি দেয়।

About The Author

You might be interested in

IMG_20230916_162353
0

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *