ইন্সুরেন্সের নামে ১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল সুদ লাইফ ইন্সুরেন্সের কোম্পানির এক মহিলা কর্মীর বিরুদ্ধে। ওই মহিলাকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জামুড়িয়া শাখার
ইন্সুরেন্সের নামে ১০ লক্ষ টাকার বেশী প্রতারণার অভিযোগ উঠল সুদ লাইফ ইন্সুরেন্সের কোম্পানির এক মহিলা কর্মীর বিরুদ্ধে ( Star Union Dai-ichi Life Insurance) ওই মহিলাকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জামুড়িয়া শাখার।
আজ সাকাল থেকে জামুড়িয়া শাখার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতারিত গ্রাহকেরা
সুদ লাইফ ইন্সুরেন্সের কোম্পানির এক মহিলা কর্মী মহুয়া মুখার্জী ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ওই মহিলা কর্মীকে আটক করে নিয়ে যায় । পাশাপাশি ব্যাঙ্কের ম্যানেজার কেও থানায় নিয়ে আসে। প্রতারিত গ্রাহকেরা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ।
প্রতারিত গ্রাহকেরা জানান ব্যাঙ্কের ভিতরেই মহুয়া মুখার্জী ভুল বুঝিয়ে এমআইসি (MIC) করার নামে নগদ টাকা নিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্লিপে স্টেপ দিয়ে রিসিভ দিতো। তার কাছ থেকে পাকা স্লিপ চাইলে বিভিন্ন বাহানা করতো। ব্যাঙ্কে ওই টাকার বিষয়ে জানতে এলে ব্যাঙ্কে ওই টাকার কোনো হদিস নেই বলে জানাই।
এর পরেই ওই মহিলার জালিয়াতি সামনে আসে। জানা গিয়েছে এখনো পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে নগদ ১০ লক্ষ ৫০ হাজার টাকা জালিয়াতি হয়েছে।
জামুড়িয়া ব্যাংক ম্যানেজার রাজদীপ দে জানান সুদ লাইফ ইন্সুরেন্সের কোম্পানটি আসল। সুদ লাইফ ইন্সুরেন্সের কোম্পানি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। সুদ লাইফ ইন্সুরেন্সের কোম্পানি গ্রাহকদের কাছ থেকে কোনো নগদ অর্থ লেনদেন করে না। এই নগদ অর্থ লেনদেন জন্য ব্যাঙ্কের কোনো ভাবেই দায়বদ্ধতা নেই। যদি চেক বা এ্যাকাউন্টের মাধ্যমে ইন্সুইরেন্স করা হয়েছে তার দায় ব্যাঙ্কের। ওই মহিলা যাদের কাছে টাকা নিয়েছে তাদের তিনিই টাকা দিবেন। না হলে ব্যাংক তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবে।
PREV
হোমে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে, ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়
রানীগঞ্জের মহাবীর কোলিয়ারির দুর্ঘটনার কথা এবার সিনেমার পর্দায়। খুব শীঘ্রই ছবিটি প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পেতে চলেছে। নাম “মিশন রানিগঞ্জ”। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার পরিণীতা চোপড়া সহ মুম্বাই এর বিশিষ্ট শিল্পীরা