চলতি মাসের ২৩ তারিখে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি অন্তগত কেন্টিন পাড়ার বাসিন্দা মহেন্দ্র রাজভোর নামে এক ব্যাক্তির বাড়ির তালা ভেঙে স্কুটি চুরির অভিযোগ দায়ের করেন জামুড়িয়া থানায়। সেই অভিযোগ ভিত্তিতে গতকাল রাতে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি পুলিশ চুরি যাওয়া স্কুটি সহ মুকুল দাস ও ছোটন বাউরী নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে।
সূত্রে জানা গিয়েছে মহেন্দ্র রাজভোর তার পরিবার সহ বাইরে গিয়েছিলন। গত ২২শে জুন বাড়ি ফিরে এসে দেখেন বাইরে থেকে দরজার তালা ভাঙে স্কুটি খোয়া গিয়েছে। ২৩শে জুন জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সেই অভিযোগ ভিত্তিতে গতকাল রাতে কেন্দা ফাঁড়ির পুলিশ দুই ব্যাক্তিকে গ্রেফতার করে। আজ তাদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
PREV
হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রতারিত হওয়া এক ব্যাক্তিকে ২ লাখ টাকার বেশী উদ্ধার করে ফেরত দিল জামুড়িয়া থানার পুলিশ