শুক্রবার ওড়িষ্যার বালেশ্বরে ঘটে যাওয়া ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় গোটা দেশের মানুষ স্তম্ভিত। হাড়হিম করা এই দুর্ঘটনায় নিহত প্রায় ৩০০ জনেরও বেশি এবং আহত হাজারেরও বেশি। এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় জামুড়িয়া বিধানসভার কেন্দা অঞ্চলে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় মোমবাতি হাতে একটি শোক মিছিলের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এই মিছিল থেকে।
মিছিলটি ইস্ট কেন্দা পার্টি অফিস থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে কেন্দা মোড়ে এসে শেষ হয়। কেন্দা মোড়ে একটি শহীদ বেদী বানিয়ে সেখানে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। আজকের এই শোক মিছিলে উপস্থিত ছিলেন তৃনমূলের জামুড়িয়া ব্লক দুয়ের সভাপতি সিদ্ধার্থ রানা, কেন্দা অঞ্চলের সভাপতি সন্দীপ ব্যানার্জী(বীজু), সহ সভাপতি জগন্নাথ গোপ, যুব সভাপতি জয়ন্ত ব্যানার্জী, মহিলা সভাপতি তানিয়া চ্যাটার্জী, কালিচরন বাদ্যকর, প্রেসনজিৎ ব্যানার্জী সহ আরো অনেকেই
PREV
ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৩৩ জন আহত ৯০০ জনেরও বেশি