
বিজেপি নেতা রাজেন্দ্র সাউ এর খুনে অভিযুক্ত মোহঃ সাবির কে ঘটনাস্থল নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন জামুড়িয়া থানার পুলিশ
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ১৫মেঃ-
বিজেপি নেতা রাজেন্দ্র সাউ এর খুনে অভিযুক্ত মোহঃ সাবির কে ঘটনাস্থল নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন জামুড়িয়া থানার পুলিশ। গত মাসের ২৯ তারিখে চাঁদা মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের উপর বিজেপি কর্মী রাজেন্দ্র সাউকে নিজের গাড়ির মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জামুড়িয়া থানার পুলিশ। এরপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ তদন্ত নামে এবং চলতি মাসের ৯ তারিখে আসানসোলের হিরাপুরের হামিদ নগরের বাসিন্দা এম ডি সাবির কে জামুড়িয়া থানার অন্তর্গত ডিবিসি মোড়ের কাছে গ্রেফতার করে। পরের দিন তাকে জেলা আদালতে পাঠানো হয় এবং জেলা আদালতের কাছে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি আজ অর্থাৎ সোমবার ধৃত ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে জামুড়িয়া থানার পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ জানার চেষ্টা করে কিভাবে সেদিনের ঘটনাটা কিভাবে ঘটিয়েছিল মোহাম্মদ সাবির। যদিও ঘটনার তদন্ত চলছে এখনো, এই ঘটনার পিছনে আরো কারা কারা জড়িত আছে? এই ঘটনার মাস্টারমাইন্ড কে? সমস্ত দিক সুচা ক্ষতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ।