আগস্ট মাসে নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ান গেমসে এবং নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে রানীগঞ্জের অভিষিক্তা দাস। এই সাফল্য পরিবারের সদস্যদের সাথে খুশি স্থানীয়রা। তাদের বক্তব্য অভিষিক্তা দেশের প্রতিনিধি হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছে।
২০২১ এ পদ্মপর্বতাসনে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়ান বুক অব রেকর্ডসের নাম নথিভুক্ত হওয়ার পর এবার জাতীয় স্তরে শিরোপা অর্জন করলেন রানিগঞ্জের গির্জা পাড়ার বাসিন্দা অভিষিক্তা দাস (২২)। বর্তমানে অভিষিক্তা রানিগঞ্জ টিডিবি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। একই সাথে সে ওই কলেজের যোগা বিভাগের ফ্যাকাল্টি মেম্বার। গত ১২ও১৩ মে চন্দন নগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত ২১তম যোগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ অংশ গ্রহণ করে রানার আপ হয়। একই সাথে নিজের (২০-২৫)গার্লস্ বিভাগে চ্যাম্পিয়ন হয়। এই শিরোপা প্রাপ্তির সুবাদেই আগস্ট মাসে নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়ান গেমসে এবং নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে সে। শনিবার রাতেই বাড়ি ফিরে এসেছে অভিষিক্তা। তার এই সাফল্য পরিবারের সদস্যদের সাথে খুশি স্থানীয়রা।