
ক্ষতিপুরনের দাবিতে সড়ক দুর্ঘটনায় মৃত দুই বিজেপি নেতার মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা
স্পষ্ট বার্তা, আসানসোল ১০এপ্রিলঃ-
সোমবার আমদিহা পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বিজেপি নেতার মৃতদেহ রেখে ক্ষতিপুরনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী ও পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত গত রবিবার আসানসোলের বারাবনি এলাকায় বারাবনি থানার গৌরান্ডী থেকে আসানসোল যাওয়ার রাস্তায় আমডিহা মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে বার হওয়ার সময় একটি পেলোডার এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাবলু সিংহের আর আহত অবস্থায় পুলিশ মহেন্দ্র সিংহকে নিয়ে যায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনিও মারা যান। মৃত্যুর ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে মৃত দুই বিজেপি নেতা মন্ডল সভাপতি ও সম্পাদক ছিলেন। তবে দুই বিজেপি নেতার পথ দুর্ঘটনায় মৃত্যুকে নিয়ে প্রশ্ন তুলেছেন আসানসোল জেলা বিজেপি নেতৃত্বরা। যার কারনে সঠিক তদন্তের দাবী চেয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
সোমবার ওই নিহত দুই বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের পর বিজেপির নুনি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শেষ শ্রদ্ধা জানান বিজেপি কর্মীরা। এরপর মরদেহগুলো আমদিহা পেট্রোল পাম্পের সামনে নিয়ে আসা হয়। মৃতদেহ নিয়ে সেখানে রাস্তা অবরোধ করেন গ্রামবাসী ও পরিবারের সদস্যরা। তারা নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাম্পের গাড়িতে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তারা। তাই অবিলম্বে দোষীদের শাস্তি এবং নিহতদের পরিবারদের ক্ষতিপূরণের দাবি জানান সকলে। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী। ঘণ্টাখানেক বেশী সময় অবরুদ্ধ হয়ে পড়ে ওই অংশ। পরে অবশ্য পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে বারাবনি ব্লক জুড়ে।