
কর্ম সংস্থান ও গ্রামের উন্নয়নের দাবিতে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে শামিল স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা
স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৯এপ্রিলঃ-
রবিবার সকাল থেকে জামুড়িয়ার মন্ডল পুর শিল্প তালুকে এ আই সি মেটালিকস প্রাইভেট লিমিটেড নামক এক বেসরকারিকরণ কারখানার গেটে সামনে স্থানীয় বেকার ছেলে মেয়েদের কাজ ও গ্রাম উন্নয়নের দাবিতে বিক্ষোভে শামিল স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা।
বিক্ষোভকারিরা জানায় কারখানা লাগোয়া রাজা রামডাঙা নামে একটি আদিবাসী বস্তি রয়েছ। এই এলাকার কোনো বেকার ছেলে মেয়েদের কাজ দেয়নি কারখানা কর্তৃপক্ষ। বারবার এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জানানোর সত্ত্বেও কোনো সুরাহা মিলেনি। এমনকি স্থানীয় এলাকার উন্নয়ের জন্য কারখানা কর্তৃপক্ষের নুন্যতম যা করা উচিৎ তা করেনি। তার বাধ্য হয়ে আমাদের অধিকার আদায় করার জন্য বিক্ষোভে শামিল হয়েছি বলে বিক্ষোভকারিদের দাবি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুড়িয়া থানার পুলিশ। এই বিষয় নিয়ে অবরোধকারী ও কারখানার আধিকারিদের সাথে বলে স্থানীয়দের কাজ ও এলাকার উন্নয়নের আশ্বাস পেলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা।