গাঁজা সহ দুই গাঁজা পাচারকারিকে হাতে নাতে ধরল জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ।পুলিশ গোপন সুত্রে খবর পায় এক ব্যাক্তি বাসে করে অন্য এক ব্যাক্তিকে গাঞ্জা সরবরাহ করার জন্য আসছে।পুলিশ উত পেতে ছিল।বেলা ১০টা নাগাদ জামুড়িয়ার বেনালি মোড়ে বাস থেকে নেমে গাঞ্জার ব্যাগ অন্য এক ব্যাক্তিকে দেওয়ার সময় তাদের দুজনকেই ধরে পেলে পুলিশ।ধৃতদের কাছ থেকে প্রায় ১০ কেজি গাঞ্জা নগদ ৫০ হাজার টাকা একটি কালো রং এর হিরো সুপার স্পেলেন্ডার গাড়ি ও দুটো মোবাইল ফোন উদ্ধার হয়। ধৃতরা হল সুনিল সিং জামুড়িয়া কুয়া মোড়ের বাসিন্দা ও উত্তম বাউরি ঝাড়খন্ডের মকমার বাসিন্দা বলে জানা গিয়েছে।
তারা স্বীকার করেছে গত ৬ মাস থেকে ঝাড়খন্ডের মকমা থেকে গাঁজা নিয়ে আসে উত্তম বাউরী এবং সেই গাঁজা জামুড়িয়া ও রানিগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে সুলিন সিং।পুলিশ ধৃতদের ধরে তল্লাশির গোটা প্রক্রিয়াটি বেনালি মোড়েই সম্পন্ন করে।এই ঘটনায় আর কে কে জড়িত আছে? তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।
ভিডিও দেখার জন্য ফেসবুক পেজে চোখ রাখুন
PREV
একই পরিবারের চারজনের মৃত্যু।খুন না আত্মহত্যা?তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ
কারখানার রড গন্তব্য স্থলে না নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করার অভিযোগে গ্রেফতার করল গাড়ির চালককে। বিক্রি হওয়া প্রায় ২০ লক্ষ টাকার রড উদ্ধার করে আনে জামুড়িয়া থানার পুলিশ