ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া একটি দলের ৫ জন সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম ভিকি নুনিয়া(৩৬),মহ: আবিদ(২৪), মুহাজিম সেখ(২৩), কৌস্তভ বোস(২৭) এবং সেখ ইব্রাম আলি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এদের মধ্যে একজন ছেড়ে বাকি সকলেই জামুড়িয়ারই বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে গতকাল রাত্রে জামুড়িয়া থানার আখলপুর শ্মশানে ৯ জনের একটি ডাকাতের দল ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে জামুড়িয়া থানার পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ৫জন ডাকাত কে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি দেশি বন্ধুক,এক রাউন্ড কার্তুজ, লোহার রড, ভোজালি, সাইকেলের চেন ও দড়ি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জেরায় তারা স্বীকার করে যে ডাকাতির উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিলো। ঘটনার পর পুলিশ তাদের সাথে জড়িত ব্যাক্তিদের খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। ধৃতদের আজ আসানসোল আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।