
জঙ্গল থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ
স্পষ্ট বার্তা, পাণ্ডবেশ্বর ২৪ফেব্রুয়ারিঃ–
শুক্রবার সাতসকালে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহির ভুবাই জঙ্গল থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত যুগলের নাম প্রশান্ত রুইদাস(২৮)ও সুরোজ মণি কল(২২)।মৃত প্রশান্ত রুইদাসের বাড়ি পাণ্ডবেশ্বর থানার নিমশা দাসপাড়ার এবং মৃত সুরোজ মণির কোল আদিবাসী পাড়ার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর।ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে দেখতে পায় একই উড়না দিয়ে একটি ছেলে ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় । এর পরেই এলাকায় খবর দিলে স্থানীয়রা তাড়াতাড়ি পাণ্ডবেশ্বর থানার খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কের টানাপোড়নের জেরেই আত্মঘাতী হয়েছে ওই যুগল।